Khoborerchokh logo

ভোট দেওয়ার আগেই খোজ নেন, আপনার মুল্যবান ভোট'টি কাকে দিচ্ছেন-হাজী মোঃ হাসান উদ্দিন 52 0

Khoborerchokh logo

ভোট দেওয়ার আগেই খোজ নেন, আপনার মুল্যবান ভোট'টি কাকে দিচ্ছেন-হাজী মোঃ হাসান উদ্দিন


শেখ রাজীব হাসান:
ভোটের সঠিক প্রয়োগের উপর নির্ভর একটি গোত্র,মহল্লা ও দেশের নাগরিকের ভবিষ্যত। তাই ভোট দেওয়ার আগেই খোজ খবর নিন আপনার এই মুল্যবান ভোটটি কাকে দিচ্ছেন। টঙ্গীর ৫৫ নং ওয়ার্ডের একটি মহল্লায় বসবাসকারী অসহায় মানুষের খোজ খবর নেওয়ার সময় এমন কথা বলছিলেন কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ হাসান উদ্দিন।

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন কে ঘিরে মেয়র পদপ্রার্থী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মাঝে ব্যাপক উতসাহ উদ্দীপনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় মহানগরীর টঙ্গীর ৫৫নং ওয়ার্ডের বিভিন্ন অলি গলিতে ছেয়ে গেছে নির্বাচনী পোষ্টারে। ওয়ার্ডটিতে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলে লক্ষ্য করা গেছে জনসাধারণে বিপদে আপদে পাশে থেকে করোনাকালীন সময় হতে বর্তমান সময় অবধি মানুষের মন জয় করে প্রার্থিতার দিক অন্যান্যদের থেকে এগিয়ে আছেন হাজী মোঃ হাসান উদ্দিন। 

৫৫ নং ওয়ার্ডের স্থানীয় লোকজনের সাথে কথা বলে জনাযায়, বাল্যকাল থেকেই হাসান উদ্দিন প্রতিবাদি ও অত্যান্ত পর-উপকারী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিগত দিনে তাকে বহুবার হত্যার চেষ্টা করা হয়েছিলো। 
স্থানীয় জনসাধারণের বিপদে আপদে পাশে থাকাসহ বিভিন্ন দুর্যোগ পূর্ণ পরিস্থিতিতে হাসান উদ্দিন সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি প্রতিবন্ধী পরিবার, এলাকার অসহায় লোকজন, এতিম শিক্ষার্থী, বেদে ও হিজড়া সম্প্রদায়ের লোকজনের বিপদে আপদে পাশে থেকে তাদের সহযোগীতা করছেন। অসহায় বস্তিবাসির খোজ রাখছেন। আমরা আশাবাদি হাসান উদ্দিন কাউন্সিলর হলে আমাদের দুঃখ কিছুটা হলেও লাগব হবে। আমরা ৫৫নং ওয়ার্ডের জন সাধারণ উনার জন্য মঙ্খুলে দোয়া করি। 

হাজী মোঃ হাসান উদ্দিন বলেন, ছোট বেলায় বাবার মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরণে গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আহসান উল্লাহ মাষ্টারের সুযোগ্য সন্তান যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল ভাইয়ের দিক নির্দেশনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড ও আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি সাধারণ মানুষকে মিষ্ট মুখে মিথ্যা আশ্বাস দিতে পারবো না।
আমি শুধু এটুকুই বলবো আসন্ন নির্বাচনে আপনারা এই এলাকার সাধারণ মানুষ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেন আমি জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে নিয়ে একটি পরিবারের মতো কাজ করবো। আপনাদের সন্তান হিসেবে যে দায়িত্ব পালন করা প্রয়োজন আমি করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসন্ন জিসিসি নির্বাচনে ৫৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com